গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের আর তওবা করার সুযোগ নেই: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ থেকে যে প্রতিবাদের গর্জন উঠেছিল, প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে সন্ত্রাসীদের এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করেছিল। জুলাই গণঅভ্যুত্থানে শুধু নারায়ণগঞ্জে ৫৬ জন শহিদ হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী ‘দেশ গড়তে, জুলাই পদযাত্রার' অংশ হিসেবে নারায়ণগঞ্জের পথসভায় এসব কথা বলেন তিনি।
সমাবেশে নাহিদ বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন ঠিক হচ্ছে না, তাই এখান থেকে আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেন। নারায়ণগঞ্জে জুলাই শহিদ ও আহতাদের পরিবারের বাসায় গিয়ে হুমকি দেয়া হচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা কোন হুমকিকে ভয় পাই না, আগামীতেও ভয় পাবো না।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। তারা দখলদারি, সন্ত্রাস ও চাঁদাবাজি করেছে। তা আর হতে দেয়া হবে না। নারায়ণগঞ্জকে যে সন্ত্রাসের অভয়ারণ্য করা হয়েছিল আমরা তা ভেঙে দেব।
নাহিদ আরও বলেন, আজ ১৮ জুলাই গত বছর এ দিনে কম্পিলিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল, আজ এই দিনে মীর মুগ্ধ শহিদ হয়েছিল।
সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমারা স্পষ্ট ভাষায় বলতে চাই আওয়ামী লীগের পুনবাসনের স্বপ্ন পূরণ হবে আমাদের মৃত্যুর পর। তাদেরকে জনগণ যে ভাবে উৎখাত করেছে। আওয়ামী লীগের সুযোগ ছিল কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর তা শেষ হয়ে গেছে। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের আর তওবা করার সুযোগ নেই। হাসিনার সময় যারা পয়সার জন্য নিজের মগজ বিক্রি করে দিয়েছিল তারা জ্ঞান পাপী। আমরা শুরু করেছি আপনাদের শেষ করতে হবে।
সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা এখানে সেই মানুষরাই এসেছি যারা জুলাইয়ে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম। কোন সন্ত্রাসীদের দিয়ে হামলা করে লাভ হবে না। ভারতীয় সকল এজেন্ট আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছে। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় এরা ভারতীয় দালাল। কেয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন রাজনীতি করার সুযোগ নেই। নীতগতভাবে আমরা দেশ পরিচালনা করতে যে কার্যক্রম শুরু করেছি তা বাস্তবায়ন করতে হবে। বাংলাদের এক ইঞ্চি জায়গাতেও আওয়ামী লীগের ফ্যাসিস্টদের জায়গা হবে না।
এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে পথসভায় আরও অংশ নেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।
আপনার মূল্যবান মতামত দিন: