প্রবাসীরা পরিবারের জন্য টাকা পাঠাবে, তাদের ভোটার বানানোর প্রয়োজন কি: পাপিয়া
আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১২:১৬ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্রবাসীদের উদ্দেশে বলেছেন, প্রবাসীদের দায়িত্ব পরিবারের জন্য টাকা পাঠানোর তাই তারা তার টাকা পাঠায়। কিন্তু তার জন্য প্রবাসীদের ভোটার বানানোর প্রয়োজন কি?
দেশের জনপ্রিয় টেলিভিশন যমুনা’র ‘ট্যাগিং এ রাজনীতি আর কত?’ শিরোনামে আয়োজিত টকশোতে তিনি এসব কথা বলেন।
পাপিয়া বলেন, প্রবাসী ফুটায়, প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়। তারা তাদের পরিবারের জন্য টাকা পাঠায়। তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে বিদেশ পাঠিয়েছে। তাই তাদের দায়িত্ব আছে পরিবারের জন্য টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে কে বলেছে? বাংলাদেশের সুখে-দুঃখে একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে।
বিএনপির এই নেত্রী বলেন, আমাদের মতো রং-পানি থেকে রিমাণ্ড থেকে লোহার রড থেকে থেঁতলা করা আর পুলিশের পিটানি ৪০/৫০ দিন বেঞ্চের উপর বসিয়ে রেখে রিমাণ্ড কার্যকর করা। এগুলো কি প্রবাসী ভোটাররা ভুক্তভোগী। তারা যদি এগুলোর জন্য ভুক্তভোগী না হয় তাহলে ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশীদার হতে যাবে কেন? মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে।
বিএনপি নেত্রী পাপিয়ার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে নিজের ভেরিফায়েড পেইজে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার ক্যাপশনে লিখেন, ‘প্রবাসীদের প্রতি এহেন উন্নাসিক দৃষ্টিভঙ্গির কারণ কী? বিএনপির এই নেত্রী আরও বলেছেন, প্রবাসীরা নাকি “নিরাপদ জায়গায় থেকে প্রতিবাদ করে”। নিন্দনীয় বক্তব্য। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশী প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তাদের রেমিটেন্স না পাঠানোর হুমকি টনিকের মতো কাজ করেছিল। পাশাপাশি তারা বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন, এমনকি ৫৭ জন প্রবাসী গ্রেফতারের শিকারও হয়েছেন।
তিনি আরো লিখেন, আজকের স্বাধীন মুক্ত বাংলাদেশ অর্জনের ইতিহাস প্রবাসীদের বাদ দিয়ে লেখা যাবে না। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনুধাবন না করতে পারলে রাজনীতি করার কী দরকার? অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নো রেমিটেন্স উইদআউট ভোটিং রাইটস। প্রবাসীদের সম্পর্কে এহেন গর্হিত মন্তব্য করা কোনো রাজনীতিবিদের কাজ হতে পারে না।
আপনার মূল্যবান মতামত দিন: