ফতুল্লায় জামায়াত নেতার ওপর যুবলীগ ক্যাডারের হামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে ইসলামীর এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন যুবলীগ ক্যাডার নজরুল ইসলাম। হামলার শিকার মো. আলী আকবর শেখ (৫০) জামায়াতে ইসলামীর রুকন (সদস্য)। গত বুধবার রাত ১০টার দিকে রঘুনাথপুর দারুস সুন্নাহ মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় যুবলীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আহত আলী আকবর শেখ।
আলী আকবর জানান, জামায়াতে ইসলামীর সমাবেশ সামনে রেখে এলাকায় ফেস্টুন লাগানোর সময় যুবলীগ নেতা নজরুল ইসলাম তাকে ফোন করেন। তিনি তাকে রঘুনাথপুর মাদরাসার সামনে যেতে বলেন। সেখানে যাওয়ার পর তার ওপর অতর্কিত হামলা করেন নজরুল। পরে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আলী আকবরের মাথায় কোপ দেন নজরুল।
এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী শাখার প্রচার সম্পাদক আব্দুল মোমিন। তিনি বলেন, অভিযুক্ত নজরুল ইসলাম যুবলীগের রাজনীতি করেন।
বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলেও আমাদের রুকন আলী আকবর শেখকে নানাভাবে হুমকি দিতেন জামায়াতের রাজনীতি না করতে। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং আসামি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
আপনার মূল্যবান মতামত দিন: