আর কতকাল পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হবে

পুলিশের ব্যবহার নিয়ে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি জানতে চেয়েছেন, আর কতকাল পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হবে।
শনিবার (১২ জুলাই) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ নিয়ে কথা বলেন।
হাসনাত লেখেন, “পোস্টিং ও প্রমোশনের মুলা ঝুলিয়ে আর কতকাল পুলিশকে রাজনৈতিক দমন-পীড়নে সরকারের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হবে?”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, “অপরাধ দমনে পুলিশকে অবশ্যই রাজনৈতিক প্রভাববলয়ের বাইরে রাখতে হবে। অবিলম্বে পুলিশ কমিশন বাস্তবায়ন করুন।”
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: