হিজাব নিকাব পরা থাকলে ছাত্রী সংস্থার ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো- এনসিপি আহ্বায়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১০:০৭ এএম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে দাড়ি টুপি থাকলে তাদের শিবির ট্যাগ দেওয়া হতো। হিজাব নিকাব পরা থাকলে তাদেরকে ছাত্রী সংস্থার ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো। এই রাজনীতি থেকে আমরা বের হতে চাই। কোন ধরনের ট্যাগই যাতে না চলে, কোন ধরনের রাজনীতি ট্যাগ দিয়ে কারও প্রতি রাজনৈতিক হেনস্থা করা না হয় এমন বিশ্ববিদ্যালয় চাই।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঝিনাইদহের নেতৃবৃন্দ'সহ স্থানীয় জনতা অংশ নেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক সহাবস্থান থাকবে, মত প্রকাশের অধিকার ফিরবে, বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, সাংস্কৃতিক নেতৃত্ব, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠবে। নিজের মত প্রকাশের জন্য, বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং অধিকারের জন্য আপনারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হন, আপনাদের দাবির সাথে আমরা আছি।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের সময় আন্দোলনে যারা ছিলেন তারাই আমাদের মূল শক্তি ও অনুপ্রেরণা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের লড়াইয়ের মধ্যে বহু শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছিল, আহত হয়েছিল। তাদের মাধ্যমে আন্দোলন আরও বেগবান হয়েছিল। নিশ্চয়ই ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহ, লড়াই ও প্রতিরোধের স্মৃতি কথায় লেখা থাকবে এই গণ অভ্যুত্থানের ইতিহাসে। আমরা যখন কোন বিশ্ববিদ্যালয়ে যাই তখন ভুলে যাই যে আমরা রাজনৈতিক দল। আমরা আপনাদের সহযোদ্ধা। আমরাও ছাত্র, আমরাও শিখতেছি।
আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি কথা বলতেছি, আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আকাশ চুম্বী। সেটা এখনো আছে। আমরা গণ অভ্যুত্থানকে একটা রেজিম চেঞ্জ হিসেবে দেখি না। আমরা দল মত নির্বিশেষে বলতে পারি, মানুষের পরিবর্তন আসবে এই গণ অভ্যুত্থানে। রাষ্ট্র কাঠামো সংস্কার আনবে। আর এই গণ অভ্যুত্থানের প্রধান লেজিটিমেটি হচ্ছে এই ছাত্ররা, বিশ্ববিদ্যালয়গুলা। বাংলাদেশের যেখানেই যাবেন এটাকে বলা হবে ছাত্রদের আন্দোলন, ছাত্ররাই দেশ স্বাধীন করছে।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল। বিভিন্ন সময় বলেছি ছাত্র সংসদ দিতে হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়'সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ছাত্র সংসদ কার্যকর হয়নি। আজকে এখান থেকে দাবি সম্মতি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়'সহ ঢাকা ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক। ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ছাত্র-ছাত্রীদের হক। গণ অভ্যুত্থানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদ প্রয়োজন।
উল্লেখ্য, পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা উপস্থিত ছিলেন। এছাড়াও ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, ইয়াসিরুল কবীর সৌরভ এবং গোলাম রব্বানী, সায়েম আহমেদ সহ অন্যান্য সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: