আগের মতো চাঁদাবাজি-দখলদারিত্ব সবই চলছে: সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১০:০৭ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৫ ১০:৪৯ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৫ ১০:৪৯ এএম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘সব আগের মতোই চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও কালো টাকার বিশাল বড় বিজনেস চলছে। শুধু ভাগ বাটোয়ারার পার্সেন্টেজটা পরিবর্তন হয়েছে। যেদিকে তাকাই সেদিকেই রাজনৈতিক বিজনেস।’
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, রাজনীতিবিদরা সামনে এসে বড় বড় কথা বলে। কিন্তু ভিতরে ভিতরে তাদের ইন্টারনাল নেগোসিয়েশন চলে, ভেতরে ভেতরে একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায়। ৩৬ দিনের লড়াইয়ে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা যে লড়াইটা শুরু করেছি, তার প্রতিশ্রুতি ধরে রেখে ও শহীদদের সাথে কমিটমেন্টটা ঠিক রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। কোন ব্যক্তি, গোষ্ঠী বা কোন নির্দিষ্ট দলকে ভয় পাওয়া চলবে না। কেউ যদি লক্ষ্য থেকে বিচ্যুত হয়, ভুল পথে হাটে এবং অপকর্মের সাথে জড়িয়ে পড়ে—সেটা যে কেউ হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।’
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডাক্তার তাসনিম জারা, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-সহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক ইয়াশিরুল কবীর সৌরভ ও তানভীর মাহমুদ মন্ডলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: