আমি ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম: এটিএম আজহার

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫ ২৩:০৭ পিএম

সদ্য কারামুক্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, আমি আপনাদের সাথে মিলিত হতে পারব এটা কোনো সময় চিন্তায় আসে নাই। আমি কারাগারে ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম।

শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াত রংপুর মহানগরী ও জেলা শাখার আয়োজিত ছয় দফা দাবির জনসভায় এসব কথা বলেন তিনি।

আল্লাহর রহমতে আজকে আমি ফাঁসির কাষ্ঠ থেকে লাখো জনতার মঞ্চে হাজির হয়েছি। সবই আল্লাহর মেহেরবানি। যে গলায় আমার দড়ির রশি ঝোলানোর কথা ছিল সেই গলায় আপনারা মালা পড়িয়েছেন। সবই আল্লাহর রহমত। আমার ফাঁসি দেয়ার জন্য যে সমস্ত সাক্ষী তৈরি করা হয়েছিল আপনারা শুনেছেন তাদের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কাস্টে ঝোলানোর চেষ্টা করা হয়েছিলো। কিন্তু মহান আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। আমি কারাগারে থাকা অবস্থায় আমার স্ত্রী ইন্তেকাল করেছেন। আমার ছেলেকেও আমার সঙ্গে গ্রেপ্তার করেছিল।

তিনি বলেন, আমার মামলায় যারা সাক্ষী দিয়েছে তারাও পরে বলেছে তাদেরকে জোর জুলুম করে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছিল। কারো প্রতি আমার কোনো ক্ষোভ বা দুঃখ নাই। আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে যে গণঅভ্যুত্থান শুরু হয়েছিলো যার পরিসমাপ্তি হয়েছিল ৫ আগস্ট। ২০২৪ সালের ৫ আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন। কিন্তু মহান আল্লাহতালা ৫ আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণেই আমি মুক্ত হয়েছি।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর