সমাবেশ সফল করতে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের মিছিল

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫ ২২:০৭ পিএম

সাত দফা দাবিতে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী। এই সমাবেশ সফলে প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মিছিল করেন নেতারা। বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের অংশগ্রহণে মিছিলে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, ঢাকা-৮ আসনে দলীয় প্রার্থী ও মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে শুক্রবার বিকালে রাজধানীর মৌচাক-শান্তিনগর এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়। পরে মৌচাক থেকে একটি মিছিল শুরু হয়ে শান্তিনগর ও বেইলি রোড হয়ে ফের মৌচাকে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের গৃহবন্দী করবে বলে অপপ্রচার চালাচ্ছে। অথচ একমাত্র ইসলাম নারীদের স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকারের নিশ্চয়তা দিয়েছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কারো অধিকার কিংবা স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার কোন সুযোগ নেই।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতি দেশের জনগণ সমর্থন দিলে জামায়াত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। একটি নিরাপদ কল্যাণ ও মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দিতে জামায়াতের ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এছাড়া আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করতে সব শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন, রমনা থানা আমির আতিকুর রহমান, থানা নায়েবে আমির অ্যাডভোকেট সুলতান উদ্দিন, থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুক সহ মহানগরী ও থানা পর্যায়ের নেতারা।

এদিকে ঢাকার মিরপুরসহ বিভিন্ন নির্বাচনি এলাকায় জাতীয় সমাবেশ সফল এবং দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান জানিয়ে মিছিল ও গণসংযোগের খবর পাওয়া গেছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর