জুলাই ঘোষণাপত্র কারও বাপের সম্পত্তি না: উমামা ফতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফতেমা বলেছেন, ৩১ ডিসেম্বর আমরা জুলাই চার্টার বা সনদ পাওয়ার একটা সম্ভাবনা পাই; কিন্তু সেটা ভন্ডুল হয়। এরপর সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে ‘প্রাগ-তরুণ ইন্টেলেকচুয়ালদের পাঠশালা'র আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র, শিক্ষার্থীদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
উমামা পরিষ্কারভাবে বলেন, এই ৫ আগস্টের পর যে ঐক্য হয়, এই ঐক্যে যে স্বপ্ন আমরা দেখি ইন্টেরিম তার ধারেকাছেও নেই। স্পষ্টভাবে বলছি, জুলাই কিংবা জুলাই ঘোষণাপত্র কারও বাপের সম্পত্তি না।
জুলাইয়ে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাই কোনো রাজনৈতিক দলের হাতে জুলাই ঘোষণাপত্রের দায়িত্ব দিলে হবে না। এখানে সবার অংশগ্রহণ থাকতে হবে।
উমামা ফাতেমা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়। এটি জনগণের আন্দোলন। তাই কেবল রাজনৈতিক নেতাদের মতামতের ভিত্তিতে নয়, জনগণের রায় নিয়ে, ব্যাপক পরামর্শের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: