বিএনপি বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ-সাবেক এমপি কালাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫ ১৩:০৭ পিএম

বিএনপি বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ-সাবেক এমপি কালাম

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ বিএনপি বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ।জনগণই ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।কিন্তু আওয়ামী লীগ সবসময় নিজেদের মধ্যে ভোট দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে।এমই বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার বিকালে বহুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত সাধারণ সভায় চান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন,কেবল আমরাই নির্বাচন করবো,আর অন্য কেউ অংশ নেবে না-এমন নির্বাচন আমরা চাই না।আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন চায় বিএনপি।আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করুক। 
 
বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ,সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ,যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ,সদস্য আব্দুস ছাত্তার সিকদার প্রমুখ।
 
এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর