গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী স্মরণে ইয়াতিম ও অসহায়দের মাঝে জামায়াতের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ জুলাই ২০২৫ ২০:০৭ পিএম

গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী স্মরণে ইয়াতিম ও অসহায়দের মাঝে জামায়াতের খাবার বিতরণ

‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী স্মরণে ইয়াতিম, দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।

বুধবার রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই খাবার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল। 
 
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা শামছুর রহমান, মহানগরী মজলিসে শূরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাসিম বিল্লাহ ও
মহানগরী মজলিসে শূরা সদস্য মেজবাহ উদ্দিন প্রমুখ।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর