শিবির সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা শরীফ বহিষ্কার

ইসলামী ছাত্রশিবিরের একটি ইসলামি সংগীতচিত্রে মডেল হিসেবে অংশ নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বহিষ্কারের ফলে তিনি সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ হারিয়েছেন।
সোমবার বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শরীফ উদ্দিন সরকারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
সূত্র অনুযায়ী, বহিষ্কারের পেছনে প্রধান কারণ হিসেবে ২০১৮ সালে ছাত্রশিবিরের একটি ইসলামি সংগীতচিত্র ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’- তে শরীফের মডেল হিসেবে অংশ নেওয়া উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ইউটিউবে প্রকাশিত পাঁচ মিনিটের ওই সংগীতচিত্রে শরীফকে সাদা ফরমাল শার্টে একটি মসজিদের দৃশ্যে দেখা যায়, যেখানে তিনি আরও কয়েকজন যুবকের সঙ্গে অংশ নেন।
শরীফ উদ্দিন সরকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ১ নম্বর যুগ্ম সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে শরীফ উদ্দিন সরকার গণমাধ্যমকে জানান, তিনি বিষয়টি শুনেছেন, তবে কোন কারণ দেখিয়ে বহিষ্কার করা হয়েছে তা তার জানা নেই। তিনি বলেন, ২০১৮ সালে বিশ্ববিদ্যালকে ভর্তি হওয়ার আগে একটি সংগীতচিত্রে কাজ করেছিলাম, যেটি শিবিরের ছিল। তবে বিশ্ববিদ্যালকে ভর্তির পর আর কখনো তাদের কোনো কার্যক্রমে যুক্ত ছিলাম না।
তিনি আরও দাবি করেন, ছাত্রদলের গত আন্দোলনগুলোতে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি, রিস্ক থাকা সত্ত্বেও মাঠে থেকেছি। এমনকি সর্বশেষ জুলাই আন্দোলনেও আমি ছাত্রদলের পক্ষে সক্রিয় ছিলাম।
এদিকে, বহিষ্কারের সিদ্ধান্তের পর কেন্দ্রীয় ছাত্রদল সকল পর্যায়ের নেতাকর্মীদের শরীফের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: