আত্মপ্রকাশ করবে তরুণ প্রজন্মের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’

মানিক মিয়া এভিনিউয়ে দলে দলে আসছে মানুষ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০২ পিএম

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের লক্ষ্য সংগঠকদের

আর কয়েক ঘণ্টা পরেই আত্মপ্রকাশ করবে তরুণ প্রজন্মের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে।

আর কয়েক ঘণ্টা পরেই আত্মপ্রকাশ করবে তরুণ প্রজন্মের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এর প্রতিবেদন লেখার সময় সেখানে অনেক মানুষকে জড়ো হতে দেখা গেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে আসছে মানুষ। তাদে অধিকাংশই তরুণ ও শিক্ষার্থী। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের লক্ষ্য সংগঠকদের। 

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণের কাজ প্রায় শেষ। মেডিকেল টিম ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের পেছনে নারীদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে। ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসছেন নেতাকর্মীরা। নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর