বিতর্কিত বক্তব্যের জন্য দুদু ও বুলুকে চিঠি দিয়ে সতর্ক করলো বিএনপি

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৫ জুন ২০২৫ ২৩:০৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৫ ১২:৩১ এএম

ফাইল ফটো

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে এ দু'নেতাকে চিঠি দেয়া হয়েছে। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক বক্তব্যে দলের ভেতর এবং বাহিরে নানা সমালোচনা হচ্ছে। তাদের বিতর্কিত বক্তব্যে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও বিএনপিকে সতর্ক করছেন রাজনীতি বিশ্লেষকরা।

এমন পরিস্থিতিতে দলের দুই শীর্ষ নেতাকে চিঠি দিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি।

উল্লেখ্য, সম্প্রতি বরকত উল্লাহ বুলু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সমালোচনা করে বলেন, তিনি এক সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু কখন আবার মুসলমান হলেন, তা তিনি জানেন না। এর আগে বুলু বলেছিলেন, তারেক রহমানের নাম নিতে হলে ওজু করতে হবে।

অপরদিকে, শামসুজ্জামান দুদুও বেশ কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছেন। সম্প্রতি তিনি নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে বলেন, প্রস্রাব করে দিলে তারা ভেসে যাবে। তার আগে সরকারের উদ্দেশে তিনি বলেছিলেন, সরকার না করলে নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবো।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর