নয়া পল্টনে তারুণ্যের সমাবেশ চলছে; ভারচুয়ালি যোগ দিচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ মে ২০২৫ ১৬:০৫ পিএম
আপডেট: ২৮ মে ২০২৫ ৪:৩৪ পিএম

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত দিকে চলছে তারুণ্যের সমাবেশ

তারুণ্যের সমাবেশ সফল করতে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল। বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এ সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ করা হয়েছে। মঞ্চের সামনের সড়কে কোনো যানবাহন চলছে না। আশপাশের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।

সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়া পল্টনে এসেছেন নেতা-কর্মীরা। তারা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি–শার্ট পরে সমাবেশে যোগ দিয়েছেন। দিচ্ছেন নানা দলীয় স্লোগান।

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন। ইতোমধ্যে চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে আট দিন সেমিনার ও সমাবেশ।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর