তারুণ্যের সমাবেশ সফল করতে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ মে ২০২৫ ১৫:০৫ পিএম
আপডেট: ২৮ মে ২০২৫ ৪:০৩ পিএম

তারুণ্যের সমাবেশ সফল করতে নয়াপল্টনে বিএনপির ৩ সংগঠনের নেতাকর্মীর ঢল

নয়াপল্টনে বিএনপির ৩ সংগঠন তারুণ্যের সমাবেশকে ঘিরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে।  ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ স্লোগানে এই কর্মসূচি পালন করছে সংগঠন তিনটি।

এছাড়া সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনের আশপাশে জড়ো হতে দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশে এলাকায় টানানো হয়েছে মাইক। মাইকে ভেসে আসছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর