প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন কর্নেল অলি, মান্না সহ ১১ জন

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ মে ২০২৫ ১৯:০৫ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন কর্নেল অলি, মান্না সহ ১১ জন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম দফায় বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রবিবার (২৫ মে) বিকেলে ৫টার পর এ বৈঠক শুরু হয়। বিকেল ৫টা থেকে নেতারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসতে থাকেন।

প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন - কর্নেল (অবঃ) অলি আহমেদ বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, এবি পার্টির মুজিবর রহমান মঞ্জু , বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

উল্লেখ্য,  শনিবার (২৪ মে) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর