খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় যাচ্ছে বিএনপি

প্রকাশিত: ২৪ মে ২০২৫ ১৯:০৫ পিএম

ফাইল ফটো

চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে অংশ নিতে আজ সন্ধ্যায় বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে অংশ নেবে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, “সাড়ে ৭টায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে।”

অন্যদিকে রাত ৮টায় একই স্থানে বৈঠকে অংশ নেবে জামায়াতে ইসলামী। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “দেশে চলমান পরিস্থিতিতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজ রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।”

এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। তবে এই দাবি নাকচ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ফেসবুকে জানান, ড. ইউনূস পদত্যাগ করছেন না।

এ বিষয়ে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। তবে তিনি যদি দায়িত্বে থাকতে না চান, তাহলে বিকল্প বেছে নেবে জনগণ।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর