মায়ানীতে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের উদ্বোধন
আপডেট: ২৪ মে ২০২৫ ১:৪৫ এএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী ও অঙ্গ সহযোগী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ২৩ মে) বিকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দিঘিরপাড়াস্থ শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
শহিদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন তৌহিদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর হোসেন, সাবেক সদস্য সচিব মুসা মিয়া চেয়ারম্যান, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম শামসুল হুদা খানসাব, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ আবু জাফর মেম্বার, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, মাস্টার নুরুচ্ছাপা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আজিজুল হক বাবুল, শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কফিল উদ্দিন বাবু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গন মানুষের মুক্তির জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শে বিশ্বাসী হয়ে আমরা বিএনপি করি। তার আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং তারেক রহমানকে একটি শক্তিশালী সংগঠন উপহার দিতে শহীদ জিয়া স্মৃতি সংসদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: