দেশবিরোধী শক্তি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে: এবি পার্টি

দেশবিরোধী শক্তি সারাদেশে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। দাবি আদায়ের নামে নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকারকে কঠোর হতে হবে।
প্রয়োজনে অযোগ্যদের বাদ দিয়ে দেশপ্রেমিক যোগ্য লোকদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। প্রফেসর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের পিছু হঠবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান।
শুক্রবার বিকাল ৩টায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শাহজাদপুর উপজেলা শাখা আয়োজিত যোগদান ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মুহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই সরকারের প্রধান কাজ হলো সংস্কার, বিচার ও নির্বাচনের ম্যান্ডেট বাস্তবায়ন করা। আমাদের দেশের মানুষের ব্যর্থতার জন্য ২০২৪’র গণঅভ্যুত্থান ব্যর্থ হলে এর দায় রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দকে নিতে হবে। দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আজ ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দিয়ে দেশের স্বার্থকে গুরুত্বহীন করে তুলছে। জেন-জি/নতুন প্রজন্মকে বর্তমান সময়ের মীর জাফর ও লেন্দুপ দর্জিদেরকে চিনতে ও মনে রাখতে হবে, যারা দেশের স্বার্থের বাইরে গিয়ে নিজেদেরকে গুরুত্বপূর্ণ আকারে হাজির করার চেষ্টা করছে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, শাহজাদপুর উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হওয়ার পরেও আমরা সঠিকভাবে তাকে ব্যবহার করতে পারছি না। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক এলাকা হওয়া সত্ত্বেও একে আমরা শাহজাদপুরকে গুরুত্বপূর্ণ আকারে হাজির করতে পারছি না। আমরা আগামীদিনে শাহজাদপুর থেকে এবি পার্টির সংসদ সদস্য পদে আনোয়ার সাদাত টুটুলকে মনোনীত করবো। এবি পার্টির দায় ও দরদের রাজনীতি নিয়ে আমরা আপনাদের পাশে চাই। আধুনিক, ব্যবসা-বেষ্টিত শাহজাদপুরকে আমরা উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। তিনি সবাইকে এবি পার্টির পতাকা তলে সমবেত হওয়ার অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার সাদাত টুটুল বলেন, শাহজাদপুর উপপ্রধানমন্ত্রী বানিয়েছে। শাহজাদপুরের নেতারা টাকা পয়সা লুট করে দেশ বিদেশে বাড়ি গাড়ি করেছে। এখন সময় এসেছে এখানকার মৌলিক উন্নয়ন নিয়ে কথা বলার। একটি নদীর তীরে পৌরসভা হওয়ার পরও এখানে কোন জনসেবা নেই। রাস্তাঘাটের অবস্থা তথৈবচ। এইভাবে একটি ব্যবসা-বান্ধব নগর গড়ে উঠতে পারে না। আমাদের তাঁত, নদী, মাছ এগুলোর সৎ ব্যবহারের মাধ্যমে শাহজাদপুরকে একটি শহর আকারে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে আব্দুল খালেক বলেন, এবি পার্টি গোটা দেশে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনকেও প্রাধান্য দিচ্ছে। সেক্ষেত্রে শাহজাদপুর থেকেও আমরা নির্বাচন করবো। মানুষের সমস্যা আমরা দীর্ঘ সময় ধরে চিহ্নিত করেছি, দীর্ঘ রাজনৈতিক জীবনে যা সমাধান করার চেষ্টা করেছি। এখন সময় এসেছে এগুলো নিয়ে কাজ করার। এবার আমরা নির্বাচন করবো, নতুন সংসদ সদস্য তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিনিধি হিসেবে আনোয়ার সাদাত টুটুল সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
জনসভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টি শাহজাদপুর উপজেলা আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক সরকার, নতুন যোগদানকৃত নেতা শাহ আলম ও পোতাজিয়া ইউনিয়ন আহবায়ক আব্দুস সালাম।
আপনার মূল্যবান মতামত দিন: