শহীদের রক্তের পথ ধরেই আপনি দায়িত্ব প্রাপ্ত হয়েছেন ড. ইউনূসকে সেলিম উদ্দিন

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন,'আপনি শহীদের রক্তের পথ ধরেই দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। তাই শহীদ পরিবারের সঙ্গে কথা না বলে আপনি যেতে পারেন না। আপনার সঙ্গেই দেশের সিংহভাগ মানুষ রয়েছে।'
তিনি বলেন, 'দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই উপদেষ্টাদেরকে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হতে হবে। এখানে যদি, কেন ও কিন্তুর কোন সুযোগ নেই।' তিনি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করার পর অতি দ্রুততার সাথে নির্বাচন দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
শুকবার বিকালে রাজধানীর পল্লবীতে হীড ইন্টারন্যাশনাল স্কুল মাঠে পল্লবী মধ্য থানা জামায়াত আয়োজিত এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির রইসুল ইসলাম পবনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি জোবায়ের হোসাইন রাজনের পরিচালনায় সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী কর্নেল (অব:) এম আব্দুল বাতেন ও উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন।
সেলিম উদ্দিন বলেন,'জামায়াতে ইসলামী নবী-রাসূলগণের আদর্শে দেশকে ন্যায়-ইনসাফভিক্তিক একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে জামায়াতের বিরুদ্ধে অতীতের মত এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।'
আপনার মূল্যবান মতামত দিন: