চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ মে ২০২৫ ২২:০৫ পিএম

ফিরোজ মাহমুদ,মিরসরাই প্রতিনিধি: জিয়াউর রহমান সমাজকল্যান পরিষদ (জিসপ) চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। লায়ন তাহের আহমেদকে আহবায়ক ও মোহাম্মদ আবু সাইদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

জিয়াউর রহমান সমাজকল্যান পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম. গিয়াস উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খলিল উল্যাহ্ চৌধুরী সাকিব ও সাধারণ সম্পাদক এড. মো. কামাল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক কমিটি বিলুপ্ত করে ২১ সদস্য কমিটি অনুমোদন দেন।

কমিটিতে অন্যান্য পদে রয়েছেন, যুগ্ম আহবায়ক পদে এ্যাডভোকেট সরওয়ার হোসেন, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, এ্যাডভোকেট ইউসুফ আলম, মোহাম্মদ দিলদার হায়াত খান, লায়ন আমজান হোসেন, লাইন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, ইঞ্জিনিয়ার নেওয়াজ শরীফ, দিদারুল আলম মুরাদ। সদস্য পদে রয়েছেন, মোহাম্মদ ওমর শরিফ, নিজাম উদ্দিন, সোহেল উদ্দিন রকি, জিয়া উদ্দিন ফরহাদ, তৌহিদ বিন কাদের, মোহাম্মদ জসিম উদ্দিন, মো. মুসা মিয়া, জাহেদুর রহমান, ক্যাপ্টেন শহিদুল ইসলাম, মো. সেলিম উদ্দিন, আবু সাদাত মো. সায়েম।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ এপ্রিল জিয়াউর রহমান সমাজকল্যান পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নীতি নির্ধারণী সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম উত্তর জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত এবং চলমান আন্দোলন সংগ্রামে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ পদ বঞ্চিত কর্মঠ ও ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর