ইশরাক সমর্থকদের বিক্ষোভ; গোলাপ শাহ মাজার মোড় অবরোধ

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৯ মে ২০২৫ ১৪:০৫ পিএম
আপডেট: ১৯ মে ২০২৫ ২:১২ পিএম

ইশরাক সমর্থকদের বিক্ষোভ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকার গোলাপ শাহ মাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সোমবার (১৯ মে) বেলা ১১টার পর থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিক্ষোভকারীরা গুলিস্তান এলাকায় জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তারা গোলাপ শাহ মাজার মোড় অবরোধ করেন। এর ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিক্ষোভ চলাকালে সমর্থকদের 'দফা এক, দাবি এক—আসিফের পদত্যাগ' স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারীরা বলছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে তারা নগর ভবনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। এখন তার পদত্যাগও চাইছেন তারা।

৫৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরিকুল বলেন, “দেশের বিচার ব্যবস্থার প্রতি যদি সরকারেরই সম্মান না থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আদালতের রায় বাস্তবায়নে সরকার এত ভয় পাচ্ছে কেন?”

ইশরাককে মেয়র হিসেবে পেতে গত কয়েকদিন টানা আন্দোলন করে আসছেন তার সমর্থকরা। তারা নগর ভবনের ফটকে অবস্থানের পাশাপাশি ভেতরের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে সেখানে সব ধরনের কার্যক্রম বন্ধ আছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।

ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর