অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে : এবি পার্টি

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ মে ২০২৫ ২০:০৫ পিএম

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতা এবং ফ‍্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ‍্যকার সংঘাত ও ভুল বোঝাবুঝি জাতিকে ক্রমশ: হতাশ করছে। অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে। সংস্কার, খুনিদের বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচন সবই তখন অনিশ্চিত হয়ে পড়বে।

শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মঞ্জু বলেন, সকলের সমর্থনে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করলেও ক্রমশ: গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে। সংস্কার ও নির্বাচন নিয়ে দু’পক্ষ তৈরি হয়ে গেছে। কার কত অবদান তা নিয়েও শুরু হয়েছে দ্বন্দ্ব ও একে অপরকে হেয় প্রতিপন্ন করার প্রতিযোগিতা। ফ‍্যাসিবাদকে পরাজিত করার পর সকল পক্ষের ঐক‍্য সুসংহত করাতো দূরের কথা সে ঐক‍্য ধরে রাখার জন‍্যও সরকার কোনো চেষ্টা করেনি। এর ফলে আজ সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমে যাচ্ছে। নানা সন্দেহ-সংশয়ের জন্ম নিচ্ছে। এ অনাস্থা মহা সংকটের জন্ম দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, চট্রগ্রামের বিশাল প্রবাসী জনগোষ্ঠী ও তাদের পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করা, গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্টিকে নিরাপত্তার সাথে আরাকানে ফিরে পাঠাবার ব্যবস্থা করা, ইয়াবা ও ফেনসিডিল সহ মাদকের কবল থেকে যুবসমাজকে রক্ষা করে দেশের অর্থনৈতিক রাজধানী-বাণিজ‍্য নগরীকে নতুন করে ঢেলে সাজাতে হবে - যার অংশ হিসেবে বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুব পার্টি আহ্বায়ক আব্দুর রহমান মনির এর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে: কর্নেল মো. দিদারুল আলম (অব.) ও লে. কর্নেল হেলাল উদ্দীন (অব.), যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এফসিএ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, বিদ‍্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর