হিলিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
আপডেট: ১৪ মে ২০২৫ ১০:৩৯ পিএম

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ দীর্ঘ ৬ বছর পর দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবদী মহিলা দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে ।
হাকিমপুর পৌর মহিলা দলের আয়োজনে আজ বুধবার বিকাল ৫ টায় হাকিমপুর পৌর সভার মাঠপাড়া এলাকায়। পৌর মহিলা দলের নেত্রী শামছুন্নাহার শামুর সভাপতিত্বে ৪নং ওর্য়াডে পৌর মহিলা দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সম্পাদক এস এম বেজা বিপুল, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোক, হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, পৌর মহিলা দলের নেত্রী শারমিন আক্তার লবনী, ইয়াছমিন সরকার চায়না,ফেরদৌসি আক্তার, সহ অনেকে ছিলেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: