বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মারা গেছেন
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে ৬টার দিকে নিজের বাড়িতে তার মৃত্যু হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া উইং জানায়, আজ মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের।
চট্টগ্রাম-৯ আসন থেকে তিন বার এমপি নির্বাচিত নোমান খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় মৎস্য ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: