বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মারা গেছেন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০২ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে ৬টার দিকে নিজের বাড়িতে তার মৃত্যু হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মিডিয়া উইং জানায়, আজ মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের।

চট্টগ্রাম-৯ আসন থেকে তিন বার এমপি নির্বাচিত নোমান খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় মৎস্য ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর