আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার কর্মসূচি ইবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মে ২০২৫ ১৯:০৫ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার কর্মসূচি ইবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ইবি শিক্ষার্থীরা।

আজ শনিবার (১০ মে) বিকাল সাড়ে ৩ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাস ও পাশ্ববর্তী শেখাপাড়া সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমবেত হয়। এসময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সবাবেশে তারা অনতিবিলম্বে কেন্দ্রীয় ঘোষিত তিন দফা দবির বাস্তবায়ন চায়।

এসময় তাদের "ব্যান ব্যান, আওয়ামী লীগ",  "একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর", "ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর", "আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই", "দড়ি লাগলে দড়ি নে,  আওয়ামী লীগের ফাঁসি দে" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘৮ মাস পরেও আমাদের আরেকটি আন্দোলন করতে হচ্ছে;  সেটি আমাদের ধৈর্যের সাথে চালিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবে আমরা এক ছিলাম। কিন্তু কিছু চাওয়া পাওয়া বা বোঝাপড়ার কারণে আওয়ামী দোসরদের ব্যাপারে যারা নমনীয়তা দেখাচ্ছে, আমরা আশা করি তারা কাঁধে কাঁধ মিলিয়ে আবারও এক হবেন। ৫ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। এখন দ্রুত আনুষ্ঠানিক নিষিদ্ধের ঘোষণা দিতে ইন্টেরিম সরকারেকে আহ্বান করছি।'

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর