তাবলিগের সাদপন্থিদের মামলা

হেফাজত নেতাসহ তিনজন ৬ ঘন্টার মাথায় কারামুক্ত

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫ ০৯:০৪ এএম

গত বছরের ডিসেম্বরে টঙ্গীর ইজতেমা ময়দানে মারামারির ঘটনায় তাবলিগের সাদপন্থীদের দায়ের করা মামলায় হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মাসউদুল করীম কাসেমীসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছিল। তবে কারাগারে পাঠানোর ছয় ঘণ্টার মাথায় জামিন দিয়ে তাদের কারামুক্তির নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার গাজীপুর আদালতে এ ঘটনা ঘটে। এর আগে সকালে মাওলানা মাসউদুল করীম কাসেমীসহ তিনজন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুপুর ১২ টার দিকে তাদের গাজীপুর জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ।

হেফাজত নেতাদের কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে স্থানীয় বিপুল জনতা বিক্ষোভ করেন। উদ্ভুত পরিস্থিতিতে জরুরি আদালত বসিয়ে তাদের জামিন দেয়া হয়। পরে সন্ধা টার দিকে তারা কারাগার থেকে মুক্তি পান। এসময় তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

জমিয়ত নেতা ইমরানুল বারী সিরাজী এসব তথ্য নিশ্চিত করে বলেন, কারাগারে পাঠানো মুফতি মাস‌উদুল করিমের সঙ্গে ছিলেন কাকরাইলের মাওলানা জুবায়েরের ছেলে হানজালা ও জাহাঙ্গীর।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানিয়েছেন, আমাদের দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খানসহ সর্বস্তরের জনতার প্রতিবাদের মুখে আদালত জরুরি ভিত্তিতে তাদের জামিন দিয়েছেন।

তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হকপন্থীদের ঐক্য থাকলে তাদের কোন ধরনের ষড়যন্ত্র সফল হবে না।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর