আওয়ামী লীগের সঙ্গে আতাতকারীদের ছাড় নয়: সিরাজগঞ্জে টুকু
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ৫ আগস্টের ঘটনার পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, শয়তানের সঙ্গে আপস করা যেতে পারে,কিন্তু আওয়ামী লীগের সঙ্গে নয়। পতিত স্বৈরাচার শেখ হাসিনা আমাদের গত ১৬ বছর ধরে দমন করেছে। মহান আল্লাহ তার বিচার করেছেন তিনি পরনের কাপড় নেওয়ারও সময় পাননি।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, যারা সরকারি চাকরিতে থেকে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে বা করতে চায়, তাদের কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। তারা দেশটাকে লুটেপুটে খেয়েছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।
আপনার মূল্যবান মতামত দিন: