হত্যা ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৮ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫ ২৩:০৪ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতাকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এতথ্য নিশ্চিত করেছেন।

বহিস্কৃত নেতারা হলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আছিনুর রহমান আনিছ, এনায়েতপুর থানাধীন ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্য সচিব আবুল কালাম সিকদার।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবুর বিরুদ্ধে সদর উপজেলার রতনকান্দি গরুর হাট ও কান্দাপাড়া গরুর হাট থেকে চাঁদাবাজি ও যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ উঠে।

এবিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে মজিবুর রহমান লেবুকে মৌখিক ভাবে সতর্ক করা হয় এবং রাশেদুল হাসান রঞ্জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

কিন্তু রাশেদুল হাসান রঞ্জনের উত্তর সন্তোষ জনক না হওয়ায় এবং মজিবুর রহমান লেবুকে মৌখিক ভাবে সতর্ক করার পরও সতর্ক না হওয়া ও ব্যাখ্যাদানে ব্যর্থ হওয়ায় দল থেকে দুজনকে বহিষ্কারের সুপারিশ করে জেলা বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট দ্রুত বহিষ্কার কার্যকর করে দলের ইমেজ শৃঙ্খলা রক্ষা করার জন্য অনুরোধ করেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আজ তাদের বহিষ্কার করা হয়।

এছাড়া এনায়েতপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা কবির হোসেন হত্যার ঘটনায় এনায়েতপুরে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর