আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক

বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ শনিবার এক শোক বার্তায় বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে তারা বলেন, আলমগীর মহিউদ্দিন আজীবন গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাঁর মৃত্যুতে সংবাদপত্র জগতে যে ক্ষতি হয়েছে তা কখনে পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আপনার মূল্যবান মতামত দিন: