রাজধানীতে প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫ ০৯:০৪ এএম

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার সড়ক থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে জবরদস্তি করে প্রাইভেট কারে তুলছেন তিন ব্যক্তি।

শুক্রবার রাতে ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী নোমান আহমেদ নাফিজ।

তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ছিল শুক্রবার দুপুর পৌনে ৩টা, স্থান উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের সড়ক। সেখানে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে জবরদস্তি করে একটি সাদা প্রাইভেট কারে তোলে তিনজন ব্যক্তি। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা বাধা দেয়ার চেষ্টা করলে, দুর্বৃত্তরা তাদের দিকেও চড়াও হয়। এরপর দ্রুতগতিতে গাড়িটি বিমানবন্দরের দিকে চলে যায়

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, কালো মাস্ক পরা এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে একটি সাদা প্রাইভেট কারে তুলছেন দুই ব্যক্তি। তখন পাশে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তিও যোগ দেন। এরপর তারা ধাক্কা দিয়ে মাস্ক পরিহিত ব্যক্তিকে গাড়িতে তুলে ফেলেন।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার সময়কার তিনটি সিসিটিভি ফুটেজের ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে দেখা হয়েছে। সেখানে রাস্তার পাশেই একসঙ্গে চার ব্যক্তি ছিলেন। ওনাদের মধ্যে একজনকে তারা গাড়িতে টেনে ওঠাচ্ছেন। এসময় বাকি তিন জনের কেউই কোনও প্রতিবাদ করেননি। যিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, উনিও কোথা থেকে পেলেন আমরা সবকিছুই জানার চেষ্টা করছি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর