গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ১২:০৮ পিএম

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পুরো গাজা দখলে ইসরাইলের সামরিক অভিযান শুরুর প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ আহ্বান জানান। বৃহস্পতিবার জাপানে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের সময় তিনি বলেন, ব্যাপকহারে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ এড়াতে যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

টোকিওতে আফ্রিকার উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের ফলে অনিবার্যভাবে ব্যাপকহারে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটবে। এই বিপর্যয় এড়ানোর বিকল্প নেই।

এছাড়া, হামাসের কাছে বন্দি ইসরাইলিদের নিঃশর্ত মুক্তির আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি তিনি ইসরাইলকে পশ্চিম তীরে ‘অবৈধ ইহুদি বসতি’ নির্মাণ সম্প্রসারণের সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা বলেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন নিষিদ্ধ।

এরআগে পুরো গাজা দখলে অভিযান শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইল জানিয়েছে, গাজা সিটির বৃহত্তম নগর কেন্দ্র দখলের জন্য পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরাইলি হামলা এবং অনাহারে কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এরআগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকা হবে। এরপরপরই এই হামলা চালানো হলো।

ইসরাইলের কঠোর অবরোধ এবং চলমান আক্রমণের ফলে খাদ্য, জ্বালানি এবং চিকিৎসা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজা দুর্ভিক্ষের কবলে পড়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে দিয়েছে, ইসরাইলের চলমান সাহায্য অবরোধের মধ্যে গাজাজুড়ে অপুষ্টির হার বাড়ছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর