পাকিস্তানে হোটেলের বেজমেন্টে আগুন, নিহত ৩
পাকিস্তানের লাহোরের গুলবার্গ এলাকায় একটি বেসরকারি হোটেলের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার (২৪ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ তলা ওই ভবনে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন হোটেলের বেজমেন্টে থাকা একটি বয়লার বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এখনো পরিস্থিতি পুরোপুরি নিরাপদ করতে কর্তৃপক্ষ তৎপর রয়েছে।
নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন ইমরান, শেহরিয়ার ও রিয়াজ।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ২০টিরও বেশি যানবাহন মোতায়েন করা হয়।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো দুজন নিখোঁজ রয়েছেন। কেউ বেজমেন্টে আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে সেখানে তল্লাশি চালানো হচ্ছে।
উদ্ধার কর্মকর্তারা আরও জানান, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র: দ্য ডন

আপনার মূল্যবান মতামত দিন: