গাজায় যুদ্ধ বিরতির আলোচনায় প্রতিনিধি পাঠাবে ইসরায়েল

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫ ১৪:০৭ পিএম

সংগৃহীত ফটো

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে আলোচনার জন্য রবিবার (৬ জুলাই) কাতারে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। বিবিসির প্রতিবেদেনে এতথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মধ্যস্ততাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের দেওয়া যুদ্ধবিরতির পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে তা ‘অগ্রহণযোগ্য’। এরপরও তিনি প্রস্তাব গ্রহণ করেছেন। 

গত শুক্রবার রাতে হামাস জানায়, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি ‘ইতিবাচক সাড়া’ দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত।

ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো- স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে নতুন করে কোনো হামলা হবে না।

ফিলিস্তিনের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস কিছু সংশোধন দিয়েছে। এর একটি হলো- আলোচনা ব্যর্থ হলেও নতুন করে হামলা হবে না সে বিষয়টি নিশ্চিত করা।

গাজায় হামাস পরিচালিত সিভিল ডিভেন্স এজেন্সি জানিয়েছে, শনিবার ইসরায়েলি বিমান ও বন্দুক হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

খান ইউনূসের একটি হাসপাতালের বরাত দিয়ে জানানো হয়, আল-মাওয়াসি এলাকায় তাবুতে বোমা হামলায় একজন চিকিৎসক এবং তার তিন সন্তান নিহত হয়েছেন।

শনিবার রাতে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, যে যুদ্ধবিরতি প্রস্তাবে “হামাস যে পরিবর্তন আনতে চাইছে” তা “ইসরায়েলের কাছে অগ্রহণযোগ্য।”

বিবৃতিতে আরো বলা হয়, “পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবিত আলোচনায় অংশ নিতে নির্দেশ দিয়েছেন।”

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৫৭ হাজার ৩৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর বাইরে আরো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর