ভোটের প্রস্তুতি নিন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: নিতাই রায় চৌধুরী

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম
আপডেট: ২৪ আগষ্ট ২০২৫ ১১:০০ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এ সময় মানুষের অধিকার হরন করা হয়েছিল। বিএনপি অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হয়েছিল। দেশের গণতন্ত্র ও বিচার ব্যবস্থাকে একনায়কতন্ত্রে পরিণত করেছি ফ্যাসিস্ট সরকার। আওয়ামী লীগ সমাবেশে বলেছিল তাদের সরকার কোনদিন পালাবে না। কিন্তু এদেশে জনগণের কথা না ভেবে ঠিকই ভারতে পালিয

শনিবার (২৩ আগস্ট) মাগুরায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা আবু তৈয়ব মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন অনেকে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। ৫ তারিখের পর অনেকেই নতুন বিএনপি সেজেছে। বিএনপি জানে কারা দলের ক্ষতি করছে। সরকার আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঘোষণা করেছেন। আমরা আশা করছি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আপনারা ভোটের প্রস্তুতি নিন।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, মাগুরায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিহত ইউনিয়ন ছাত্রদল নেতা আবু তৈয়ব মোল্লার হত্যার বিচার আজও হয়নি। আবু তৈয়ব মোল্লা হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করা হোক।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাজাপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মোসলেম বিশ্বাস। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, অ্যাডভোকেট মিঠুন রায় চৌধুরী, জেলা বিএনপির সদস্য মৈমুর আলী মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়তক গোলাম জাহিদ, সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজা, মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুব সম্পাদক মনিরুল ইসলাম মুকুল প্রমুখ। আলোচনা সভা শেষে নিহতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর