ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত ৪, আহত শত শত

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ২৩:০৪ পিএম

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন।

দেশটির সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাজধানী তেহরানের প্রায় এক হাজার কিলোমিটার (৬২০ মাইল) দক্ষিণে ইরানের বন্দর আব্বাসে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাস্থলে দাহ্য পদার্থ সংরক্ষণে বন্দর কর্তৃপক্ষের অবহেলা ছিল।

ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সম্পর্কিত সিনা কন্টেইনার ইয়ার্ডে বিস্ফোরণটি ঘটে। বন্দরটিতে ইরানের অন্যতম প্রধান কনটেইনার শিপমেন্ট সুবিধা রয়েছে, যেখান থেকে বছরে প্রায় ৮ কোটি টন (৭২দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন) পণ্য পরিবহণ করা হয়। তবে সেখানে তেলের ট্যাংক এবং পেট্রোলজাত রাসায়নিক পদার্থের অবকাঠামোও আছে।

হোরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসানজাদেহ সরকারি টেলিভিশনকে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছেন সেটি এখনও নিশ্চিত নয়।

বিস্ফোরণের পর ন্যাশনাল ইরানিয়ান পেট্রোলিয়াম রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে ওই এলাকার তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে। অন্যান্য ভিডিওতে ভবন এবং যানবাহনের ক্ষয়ক্ষতি দেখা গেছে। শহীদ রাজাই বন্দর মূলত কন্টেইনার ট্র্যাফিক পরিচালনা করে এবং তেল ট্যাঙ্ক এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল সুবিধাও রয়েছে।

এর আগে ২০২০ সালের মে মাসে এই বন্দরেই ইসরায়েল সাইবার হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এর ফলে বন্দরটির কার্যক্রম কিছুদিনের জন্য স্থগিত হয়ে পড়েছিল।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর