দক্ষিণ লেবাননে বিশেষ অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫ ২২:০৭ পিএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে বিশেষ অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বুধবার (০৯ জুলাই) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ৯১তম ডিভিশনের সৈন্যরা এই অঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধা এবং সামরিক অবকাঠামো ধ্বংস করার জন্য এই বিশেষ অভিযান শুরু করেছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, ইসরায়েলের সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্র গুদামের অবস্থান নিশ্চিত করার পর এই অভিযান শুরু করা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যেই দক্ষিণ লেবাননের জাবাল ব্লাত পর্বত এলাকায় হিজবুল্লাহর একটি অস্ত্রের গুদাম এবং গুলি চালানোর স্থান সম্বলিত একটি কম্পাউন্ড ধ্বংস করা হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের লাব্বোনেহ এলাকায় লুকানো অস্ত্র জব্দ এবং অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত আরেকটি ভূগর্ভস্থ স্থাপনা ভেঙে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, বিপুল সংখ্যক ইসরায়েলি ড্রোন রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ শহরতলির ওপর দিয়ে উড়তে দেখা গেছে।

এদিকে ইসরায়েলি অভিযানের বিষয়ে হিজবুল্লাহ বা লেবাননের কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েল, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সরকারী তথ্য অনুসারে, এই সংঘাতে কমপক্ষে ৪ হাজার মানুষ নিহত, ১৭ হাজারের বেশি মানুষ আহত এবং প্রায় ১৪ লক্ষ লেবানিস বাস্তুচ্যুত হয়েছে।

গত নভেম্বরে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে আসছেভ , লেবাননের সংগঠন হিজবুল্লাহর কার্যকলাপকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে।

লেবাননের কর্তৃপক্ষর দাবি, প্রায় ৩ হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল, যার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে কমপক্ষে ২৩৬ জন নিহত এবং ৫৪০ জনেরও বেশি আহত হয়েছে। সূত্র: আনাদোলু

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর