রোহিঙ্গা ক্যাম্পে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন আয়েশা
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এক রোহিঙ্গা গৃহবধূ। বৃহস্পতিবার সকাল ৯টায় কুতুপালং ক্যাম্প-১-এ ব্র্যাকের একটি ক্লিনিকে স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম হয়।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এক রোহিঙ্গা গৃহবধূ।
বৃহস্পতিবার সকাল ৯টায় কুতুপালং ক্যাম্প-১-এ ব্র্যাকের একটি ক্লিনিকে স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম হয়।
ব্র্যাক ক্লিনিক সূত্রে জানা গেছে, নবজাতক চারজনই কন্যাসন্তান। স্বাভাবিক ডেলিভারি হয়েছে। মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। ক্লিনিকটির চিকিৎসক ও মিডওয়াইফরা একসঙ্গে চারটি সন্তানের সুস্থ ও স্বাভাবিকভাবে ডেলিভারি করাতে পেরে আনন্দিত। ওই নারীর পরিবারের সদস্যরাও আনন্দ প্রকাশ করেছেন।
ওই রোহিঙ্গা গৃহবধূ আয়েশা বেগমের স্বামী মোহাম্মদ আয়াছ জানান, আমি ও আমার পরিবার আনন্দিত। এর আগেও দুই মেয়ে ও এক ছেলে রয়েছে আমাদের। নতুন করে আরো ৪টি মেয়েসন্তান দিয়েছেন আল্লাহ।
আয়াছ আরও জানান, এটি আমার স্ত্রীর চতুর্থ ডেলিভারি ছিল। সে আগে থেকেই জানতো যমজ শিশু জন্ম দেবে। আমিও সতর্ক ছিলাম। স্ত্রীর তীব্র ব্যথা শুরু হলে ব্র্যাকের ক্লিনিকে নিয়ে আসি। চিকিৎসক ও মিডওয়াইফরা দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেলেও তাকে সিজার করাতে হয়নি।
ব্র্যাক ক্লিনিকের এক চিকিৎসক জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়া বিরল ঘটনা। এটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রথম। আমরা চিকিৎসার পাশাপাশি পরামর্শ দিচ্ছি৷ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লিনিকে থাকবেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: