বসতভিটা ও ফসলি জমি রক্ষায় বালুমহাল ইজারা না দেওয়ার দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫ ০১:০৪ এএম

সংগৃহীত ফটো

মেঘনা নদীর ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর, চর রমজানবেগ, ষোলআনী ও চরকালিপুরা মৌজায় বালুমহাল ইজারা না দেওয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

রুবেল ইসলাম তাহমিদ,(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গজারিয়া উপজেলার নয়ানগর, চর রমজানবেগ, ষোলআনী ও চরকালিপুরা মৌজা বালুমহালটি দীর্ঘ বছর যাবৎ ইজারা দেওয়ার কারণে বালু উত্তোলন করে শত শত বিঘা ফসলী জমি কেটে ফেলেছে। যার ফলে হাজার হাজার জনগণ এবং কৃষক কৃষি জমি হারিয়ে নিঃস্ব এবং সহায় সম্বলহীন হয়ে পড়েছেননতুন করে ইজারা দিলে নয়ানগর, চর রমজানবেগ, ষোলআনী ও চরকালিপুরা মৌজায় শত শত বিঘা ফসলী জমি ও বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাবে। 

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর