টেকনাফের আলিখালী পাহাড় থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ০২:০৩ এএম

টেকনাফের আলিখালী পাহাড় থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

হেলাল উদ্দিন, টেকনাফ: রবিবার বিকাল আড়াই টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলি খালি এলাকার এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধযুক্ত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষদের বিষয়টি জানালে লোকজন পুলিশে খবর দেয় এবং স্থানীয়রা পাহাড়ে গিয়ে লাশ সনাক্ত করে। পরে পুলিশ এসে রিদুয়ানের মরদেহ উদ্ধার করে। রিদুয়ান আলি খালি এলাকার কালাচানের ছেলে।

পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরধরে রিদুয়ানকে হত্যা করা হয়েছে। এঘটনার সঠিক বিচার দাবি করছেন রিদুয়ানের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিদুয়ান একজন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা,অপহরণসহ একাধিক মামলা রয়েছে থানায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,পুলিশ মরদেহটি উদ্ধার করেছে,সেও একজন ডাকাত। তার বিরুদ্ধে অপহরণসহ টেকনাফ থানায় ৯ টি মামলা রয়েছে বলে জানান ওসি।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর