মিরসরাইয়ে আইন-শৃঙ্খলা মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ মে ২০২৫ ২৩:০৫ পিএম
আপডেট: ২৪ মে ২০২৫ ১:৪৫ এএম

ফিরোজ মাহমুদ,মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ও মিঠানালা ইউনিয়নের যৌথ উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক নাগরিক সচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকালে উপজেলার সাধুরবাজারে মত বিনিময় সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক প্রফেসর মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের আহবায়ক সালাহ উদ্দিন সেলিম, মিঠানালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত মাহমুদ, উপজেলা কৃষকদের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন বিএনপির নেতা নুর উদ্দিন সেলিম, মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল হাসান বাপ্পি, যুগ্ম আহবায়ক মনজুরুল হক রানা, ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোতাহের উদ্দিন, থানা যুব বিভাগের সহ-সভাপতি অহিদুল ইসলাম শহিদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আহমেদ রাকিব, সাধারণ সম্পাদক ফারুখ আহাম্মদ শিবলু, বিএনপি নেতা নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানা, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সহ-সভাপতি জামশেদ আলম তপু, উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জিহান, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল রহমান বাবু, যুবদল নেতা আরিফ, যুবদল নেতা নাদিম হায়দার নাঈম।

সভায় উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এলাকার মাদক–কিশোর গ্যাংসহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধির ব্যাপারে থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন।
এসময় ওসি আতিকুল রহমান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষ নানাভাবে অপরাধ সংগঠিত করে আসছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যা মোটেও কাম্য নয়। কোনভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা। সার্বিক আইন–শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছে পুলিশ।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর