ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:১২ পিএম
ইবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সমবেত হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তাদের 'হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; ওসমান হাদীর কারনে, ভয় করি না মরনে; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; লীগ ধর জেলে ভরে; আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাই নাই; বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, জুলাই পরবর্তী এ বাংলাদেশে জুলাইকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একদল সুশীল সমাজ জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জুলাইকে একাত্তরের মুখোমুখি করার চক্রান্ত করে যাচ্ছে। আপনারা যদি সাবধান না হন ভারতের চক্রান্ত থেকে বেরিয়ে না আসেন তাহলে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতারিত করতে বাধ্য হবো। আপনারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর মতো আচরণ করুন, বাংলাদেশের ওপর প্রভুত্ব দেখাতে গেলে আপনাদের ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়া হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেসব ফ্যাসিস্ট আছে তারা জুলাইকে নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা যদি আর কোন ষড়যন্ত্রে লিপ্ত হন তাহলে আপনাদের পিঠের চামড়া তুলে দেব। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আপনারাও যদি গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়ে যান তাহলে আরো অনেককে ওসমান হাদীর মতো পরিনতি ভোগ করতে হবে। আমরা আর কাউকে ওসমান হাদীর মতো অবস্থায় দেখতে চাই না। জুলাই নিয়ে আর যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, দল-মতের ভিন্নতা থাকতেই পারে, তাই বলে হামলা করে দমন করা যায় না। আমরা এই হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই। ওসমান হাদী সমাজে ন্যায় সত্য প্রতিষ্টায় বিপ্লবী একজন মানুষ, তার উপর হামলা প্রতিটি মানুষের নিরাপত্তা ও স্বাধীনতার সম্পর্কে প্রশ্ন তোলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, আজকে ওসমান হাদীর ওপর আক্রমণকে যদি আমরা বিচ্ছিন্নভাবে নিই তাহলে অনেক বড় ভুল হবে। এর আগেও জুলাই যোদ্ধাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। জুলাইকে কেন্দ্র করে দেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীরা এধরনের কাজ করছে। তারা হাদীকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আর তাদের সহযোগীতা করছে ভারত। গত ১৫ বছরের মতো ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখলে দেশের সংগ্রামী জনতা তাদের রুখে দিবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলকে নিষিদ্ধ করা হয়নি। অনতিবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। ভারতের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ভারতের দালালি আমরা দেখতে চাই না। ভারতের মতো সাম্রাজ্যবাদী দেশের সহায়তা আমাদের লাগবে না।
সমাবেশ শেষে ওসমান হাদীর সুস্থতা ও ভবিষ্যৎ বাংলাদেশের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী ১২ই ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন-বিজয়নগর Box Culvert রোড এলাকায় গুলিবিদ্ধ হন। পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: