তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ: শেকৃবি উপাচার্য
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ বলে মন্তব্য করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে তারেক রহমানের ৬১ জন্ম বার্ষিকী উপলক্ষে শেকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফ্রী মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা ক্যাম্পে এ মন্তব্য করেন তিনি।
ড. আব্দুল লতিফ বলেন, আজ এমন একজন মানুষের জন্মদিন, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান। যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ। এই জন্মদিন উপলক্ষে শেকৃবি ছাত্রদল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি কর্মসূচির আয়োজন করেছে।
তিনি বলেন, একজন মানুষ যখন অসুস্থ থাকে এবং সুস্থ হয়ে ওঠে, তখন সে মন থেকে দোয়া করে। আজকের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে নেই কোনো কেক কাটার অনুষ্ঠান, নেই কোনো হৈ-হুল্লোড় বরং মানুষের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, দায়িত্ব নেয়ার পর আমার ইচ্ছা ছিল শেকৃবিকে বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়া। সবার সহযোগিতায় আমরা সেটি অর্জন করতে পেরেছি।
শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজকের এ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এখানে শিক্ষক কর্মচারী স্টুডেন্ট সবাই অংশ গ্রহণ করেছে। আমরা এই বিষয়ে আগেই একটি লিস্ট করেছিলাম যেখানে শতাধিক ছেলে ও ৫০ জনের বেশি মেয়ে রেজিস্ট্রেশন করে। যাদের শুধু প্রেসক্রিপশন দেয়া হচ্ছে না পাশাপাশি আমরা তাদের মেডিসিন ও সরবরাহ করেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক, প্রক্টর ড. মো. আরফান আলী, টিএসসি পরিচালক অধ্যাপক মো. আখতার হোসেন, এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: