ইবিতে দিনব্যাপী আয়োজনে বুননের বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৫ ২২:১১ পিএম
ইবি প্রতিনিধি: ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম সৃজনশীল ও সক্রিয় সংগঠন ‘বুনন’ এর দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের সদস্যদের বিদায় ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সদস্যদের বরণ করে নেওয়া হয়।
সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য, বন্ধন ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ফরমাল পার্ট, গেমস, কালচারাল পার্টি এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো: ওবায়দুল ইসলাম। এছাড়াও সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন, বুননের কার্যনির্বাহী সদস্য, নবীন ও প্রবীণ সদস্যসহ বহু প্রাক্তন সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বুননের সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, “অনুরণন ০.১ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি বুনন পরিবারের ভালোবাসা, ঐক্য ও বন্ধনের প্রতিচ্ছবি। আজ বিদায় নেওয়া প্রজন্ম এবং নবীন সদস্যদের মিলনই আমাদের সংগঠনের আসল সৌন্দর্য।”
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: