আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটা সন্ত্রাসী সংগঠন। তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করতে হবে। আটক করে থানায় দিতে হবে। যারা খুনি হাসিনাকে দায়মুক্তি দেয়ার চেষ্টা করছে, তাদেরও দেখে নেয়া হবে।
বুধবার (১২ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যে এসে এসব কথা বলেন তিনি।
অনৈক্য দূর করে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, দেশের যেখানেই লীগ পাওয়া যাবে, সেখানেই প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। লীগকে কখনও পুনর্বাসন হতে দেয়া হবে না। রাজপথে থেকেই আওয়ামী লীগ-ছাত্রলীগকে জবাব দেয়া হবে।
আগামীকাল (১৩ নভেম্বর) সারাদিন মাঠে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন ডাকসু ভিপি। ভোটের বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ তুলে তিনি বলেন, শরীরে একবিন্দু রক্ত থাকতে তাদের পুনর্বাসন করতে দেয়া হবে। যতবার লীগ আসতে চাইবে, ততবারই রাজপথে থাকা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: