ইবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ইবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে হয়েছেন মো. রবিউস সানি জোহা মনোনীত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফিয়া আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম ফয়সাল, অর্থ সম্পাদক মো. আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোছা. আহসানা হাবিবা অরনা, উপ-দপ্তর সম্পাদক হাবিব আল মিসবাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এস. এম. রেদোয়ানুল হাসান রায়হান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাহিদ হোসেন এবং
প্রচার সম্পাদক ফারদিন মোহাম্মদ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটিতে আছেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. জাহিদ হাসান, সম্পাদকীয় পর্ষদ সদস্য ওসমান গনি ও মো. রাব্বি শেখ এবং কার্যনির্বাহী সদস্য মোছা. ইসমা খাতুন।
প্রসঙ্গত, “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়”—এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা, লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালা আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
বর্তমানে দেশের ২১টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করছে এই সংগঠন। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠালগ্ন থেকেই সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং টানা ৬ বার বর্ষসেরা শাখা হওয়ার গৌরব অর্জন করেছে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: