ঢাবিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্বারিকালচার শাখার উদ্যোগে গাছের ডাল ছাঁটাই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মাধ্যমে মাঠ সংস্কার কাজেরও উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, সমাজসেবা সম্পাদক জুবায়ের বিন নেসারি, এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম. এম. আল মিনহাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা শিক্ষক অধ্যাপক ড. এস. এম. মোস্তফা আল মামুন এবং কেন্দ্রের পরিচালক এস. এম. জাকারিয়া।
আজকের অভিযানে সিটি কর্পোরেশনের ২০ জন পরিচ্ছন্নতা কর্মী ও ৬ জন মশক নিধন কর্মী, পাশাপাশি শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মচারীরা অংশগ্রহণ করেন। একই সঙ্গে বিসিবি’র উদ্যোগে ক্রীড়া মাঠ এবং জহুরুল হক হলের মাঠ সংস্কারের কাজ শুরু হয়েছে।
দীর্ঘ দুই বছর অকেজো থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোড রোলারটি আজ চালু করে সফলভাবে পরীক্ষা করা হয়েছে, যা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মাঠগুলোর সংস্কার কার্যক্রমও দ্রুত সম্পন্ন করা হবে।
সব কার্যক্রম আগামী সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: