ইবি থিয়েটারের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটক মঞ্চস্থ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “৩৪” শিরোনামে বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজনের অংশ হিসেবে “সম্প্রীতি” নামের একটি পথনাটক মঞ্চস্থ করা হয়।

নাটকটি সমাজে বিরাজমান অশুভ প্রবণতার বিরুদ্ধে মানুষের বিবেক জাগ্রত করার আহ্বান জানায়। এতে দেখানো হয়, সমাজে ভালো ও মন্দ দুটো দিকই পাশাপাশি থাকে, কিন্তু বর্তমান সময়ে মন্দের প্রভাব বৃদ্ধি পেয়েছে। মানুষ পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ ভুলে গিয়ে স্বার্থপরতার দিকে ঝুঁকছে। নাটকের মূল বার্তা ছিল—মনুষ্যত্বের বিকাশ ও সংস্কৃতির চর্চার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটানো সম্ভব।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাঈমুল ফারাবি বলেন, “বিশ্ববিদ্যালয় থিয়েটারের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে ‘সম্প্রীতি’ মঞ্চস্থ করা হয়েছে। এতে দেখানো হয়েছে যে, সমাজের খারাপ দিকগুলো দ্রুত ছড়িয়ে পড়ে, অথচ মানুষ ভালো দিকগুলো গ্রহণে অনীহা প্রকাশ করে। সংস্কৃতির সুষ্ঠু চর্চার মাধ্যমেই এই ধারা বদলানো সম্ভব।”

ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটার (ইবি থিয়েটার) প্রতিষ্ঠার পর থেকে নাট্যচর্চার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ও মানবিক মূল্যবোধ তুলে ধরছে। “নাটক আপনার জীবন হোক, জীবন যেন নাটক না হয়” এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি তিন দশকেরও বেশি সময় ধরে নাটক, নাচ, গানসহ বিভিন্ন শিল্পচর্চা চালিয়ে যাচ্ছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর