হল ও সেশন ফি কমানোর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ২১:১০ পিএম

ইবি প্রতিনিধি: হল ও সেশন ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন করে তারা।

এসময় ‘ফি কমাও ছাত্রের স্বপ্ন বাঁচাও; শিক্ষা ‘পণ্য’ নয় ‘অধিকার’; পাবলিক না-কি প্রাইভেট? হল ফি’র জুলুম থেকে রেহাই চাই; সেশন ফি’র জুলুম থেকে রেহাই চাই সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ইবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় হল ফি, সেশন ফি অনেক বেশি, যা প্রায় অসহনীয় পর্যায়ে, এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী শিক্ষার্থীরা এখানে আসে তাদের অনেকেরই তিন বেলা খাওয়ার সামর্থ নাই। মাত্রারিক্ত হল ফি, সেশন ফি রীতিমতো আমাদের উপর জুলুম। এধরনের সমস্যা অতিদ্রুত নিরসন করার জন্য প্রশাসনকে আহ্বান করছি।’ তারা আরও বলেন, ইবিতে পড়তে শিক্ষার্থীরা যেই পরিমাণ খরচ বহন করে, বাংলাদেশের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে এই পরিমাণ খরচ বহন করতে হয়। যেখান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল ফি ১২০ টাকা সেখানে ইবিতে হল ফি ৩৩০০ টাকার বেশি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেখানে সারাবছরে শিক্ষার্থীদের ৩১২৬ টাকা খরচ করতে হয়। সেখানে ইবিতে সারাবছরে দশ হাজার টাকা খরচ করতে হয়। আমরা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি মাত্রারিক্ত এসব ফি দ্রুত কমাতে হবে।’ বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন, আমরা আসলেই পাবলিক না-কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্বিধাদ্বন্দে থাকি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের এখানে এসব ফি-গুলো মাত্রারিক্ত ও অসহনীয় পর্যায়ে বলা যায়। বিভিন্ন সময় ছাত্রসংগঠন গুলো ফি কমানোর ব্যাপারে দাবি জানিয়েছে। কিন্তু এসব ব্যাপারে বিশ্ববিদ্যালয় কোনো ভ্রুক্ষেপ দেখি না। আগে হল ফি বছরে একুশশত টাকা দেওয়া লাগতো কিন্তু ২০২২ সালে পর থেকে এই নিয়ম পরিবর্তন করে ৩৩০০ টাকায় বৃদ্ধি করা হয়। যেটা একদমই অযৌক্তিক। প্রশাসনের কাছে দাবি জানাই হল ফি, সেশন ফিসহ অন্যান্য যে ফি-গুলো আছে অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে মিল রেখে আমাদের একটি যৌক্তিক সমাধান দেন।’

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর